আমি জিতলেই জিতবে বাংলাদেশ: মিথিলা

আমি জিতলেই জিতবে বাংলাদেশ: মিথিলা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪৯, ১৫ নভেম্বর ২০২৫

থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। এই আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা।

বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে তিনি এখন ‘পিপলস চয়েস’ ভোটে শীর্ষস্থান দখল করেছেন।

মিস ইউনিভার্স অ্যাপে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, চিলি ও ফিলিপাইনের প্রতিযোগীদের পেছনে ফেলে মিথিলা বর্তমানে ৬ লাখ ৭৪ হাজার ৯২৬ ভোট নিয়ে প্রথম অবস্থানে আছেন। এর আগে তিনি সেরা দশ থেকে সেরা পাঁচ, এরপর তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসেন। তার এই অগ্রগতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সর্বত্র এখন চলছে তাকে ভোট দেওয়ার জোর প্রচারণা।

থাইল্যান্ড থেকে মিথিলা জানান, বাংলাদেশ এখন তালিকার এক নম্বরে রয়েছে। এটি কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়—বরং পুরো দেশের জন্য একটি গর্বের বিষয়। তিনি সবাইকে ১৯ নভেম্বর পর্যন্ত ভোট দিয়ে পাশে থাকার আহ্বান জানান। তার ভাষায়, “এবার জয় আমাদের হবে। আমি জিতলে জিতবে বাংলাদেশ।”

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে লড়াইয়ে থাকা মিথিলাকে সমর্থন জানাচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেকেই সামাজিক মাধ্যমে তার জন্য ভোট চেয়ে পোস্ট করছেন।

দেশের যে কোনো প্রান্ত থেকেই মিথিলাকে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এর জন্য মিস ইউনিভার্স অ্যাপে প্রবেশ করে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এরপর ‘গেট ভোট’ অপশনে গিয়ে ‘পিপলস চয়েস’সহ বিভিন্ন বিভাগে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে। বিজ্ঞাপন দেখার মাধ্যমেও অতিরিক্ত ভোট দেওয়া সম্ভব।

উল্লেখযোগ্য যে, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন। এর আগেও তিনি ২০২০ সালে একই শিরোপা অর্জন করেছিলেন, যদিও করোনাভাইরাস পরিস্থিতির কারণে সে বছর আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়া সম্ভব হয়নি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement