নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২৪) নামের এক গৃহবধূ স্বামীর হাতে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কামারগাও এলাকার র্যাংগস কারখানার স্টাফ কোয়ার্টারের ভিতরে এ ঘটনাটি ঘটে।
নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে। তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে এবং র্যাংগস কারখানায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।
পুলিশ ও কারখানার শ্রমিকদের তথ্য অনুযায়ী, প্রায় ৯ মাস আগে রিয়া মনি ও আদিলের বিয়ে হয়। আদিলের আগের বিয়েকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার সকালে কথা–কাটাকাটির এক পর্যায়ে আদিল ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন জানান, ঘটনার পর আদিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত রিয়া মনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।































