শেখ হাসিনা ফেরত চেয়ে ঢাকার চিঠিতে ভারতের প্রতিক্রিয়া

শেখ হাসিনা ফেরত চেয়ে ঢাকার চিঠিতে ভারতের প্রতিক্রিয়া ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২৫, ২৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার চিঠি নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বিষয়টি তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

বুধবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন। বিষয়টি প্রথম সংবাদমাধ্যম রয়টার্স জানায়।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার অনুরোধপত্র পাওয়ার কথা এবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ভারত।

রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের পক্ষ থেকে সম্প্রতি শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়ে নতুন একটি অনুরোধ পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পর এই অনুরোধ আসে, এবং সেটি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিচারিক ও আইনি প্রক্রিয়ায় পর্যালোচনার মধ্য দিয়ে যাচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার আগের বছর জুলাই মাসে ছাত্র-জনতা নেতৃত্বাধীন আন্দোলনের প্রেক্ষিতে তিনি দেশ ছাড়েন এবং পরে ভারতে আশ্রয় নেন। তখন থেকেই তিনি দেশটির এক অজ্ঞাত স্থানে অবস্থান করছেন বলে জানা যায়।

এর মধ্যেই বাংলাদেশ সরকার তাকে ফেরত চেয়ে মোট দুইবার চিঠি পাঠিয়েছে। তবে এবারই ভারত প্রথমবারের মতো প্রকাশ্যে এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করল।

সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘হ্যাঁ, আমরা অনুরোধ পেয়েছি এবং এটি সংশ্লিষ্ট বিচারিক ও অভ্যন্তরীণ আইনগত প্রক্রিয়ার আওতায় আলোচনা ও পর্যালোচনায় আছে।’

তিনি আরও উল্লেখ করেন, ভারত বাংলাদেশের জনগণের শান্তি, গণতান্ত্রিক মূল্যবোধ, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান করে এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখবে।

এর আগে গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনকারীদের হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়।

সেই রায়ের পর চলতি মাসে নতুন করে তাকে ফেরত চেয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো চিঠি পাঠায়। আর ২০২৩ সালের ডিসেম্বরে দিল্লির কাছে প্রথমবারের মতো একই ধরনের অনুরোধ জানানো হয়েছিল।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement