এনসিপিসহ চার দলের জোট আত্মপ্রকাশ আজ

এনসিপিসহ চার দলের জোট আত্মপ্রকাশ আজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৫, ২৭ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টিসহ চারটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন একটি জোটের আনুষ্ঠানিক যাত্রা আজ শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই জোট আত্মপ্রকাশ করবে।

এর আগের দিন, বুধবার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।

হাসনাত কাইয়ুম জানান, সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে চার দলের সমন্বয়ে তারা একত্রিত হচ্ছেন এবং জোটগতভাবেই ভোটের মাঠে নামার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন আগে ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চের একটি অংশ ছিল। তবে ২০২৪ সালের আগস্টের পরে জোটটির কার্যক্রমে স্থবিরতা দেখা দিলে তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। একই সময়ে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের সঙ্গে আসন বণ্টন নিয়েও অগ্রগতি হয়নি। মঞ্চের ছয় দলের মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া বাকি পাঁচটি দলকে আসন ছাড়ার বিষয়ে বিএনপি মৌখিকভাবে রাজি হলেও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আসন দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া মেলেনি। এতে ক্ষুব্ধ হয়ে দলটির নেতৃত্ব গণতন্ত্র মঞ্চ থেকে নিজেদের সরিয়ে নেয়।

গণতন্ত্র মঞ্চ ত্যাগের কারণ জানতে চাইলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম জানান, তারা আর সেই জোটের সঙ্গে নেই এবং নতুন জোট গঠনের পথে এগোচ্ছেন।

সূত্র বলছে, নতুন জোটের রূপরেখা ও কাঠামো এরই মধ্যে ঠিক করা হয়েছে। সম্ভাব্য নাম হতে পারে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। এতে থাকবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউপি বাংলাদেশ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement