চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ আজাদ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ফারুক নগর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজাদ সন্দীপ উপজেলার ৮ নম্বর হরিশপুর ইউনিয়নের মৃত আকবর হোসেনের ছেলে। বিয়ে হওয়ার পর তিনি ফটিকছড়ির দাঁতমারা এলাকায় স্ত্রীর বাড়ির পাশে নিজেই একটি ঘর তৈরি করে সেখানে বসবাস করছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে আজাদ রাগ করে অন্য ঘরে গিয়ে অবস্থান করেন। পরদিন সকালে পরিবারের লোকজন ঘরের বিমের সঙ্গে তার গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। পরে সকালে আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে।

































