হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে।
এ ঘটনায় আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, চীনের বাণিজ্যিক এই কেন্দ্রে অগ্নিকাণ্ডটি ব্যাপক হতাহতের কারণ হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে অগ্নিকাণ্ডটি ঘটেছে। স্থানীয় সময় রাত সোয়া ৮টায় হংকংয়ের ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চৌ উইং-ইন সংবাদ সম্মেলনে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস বিভাগ ২৮ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ৯ জন ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়, আর হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাইরে লাগানো বাঁশের মাচা থেকে প্রথমে আগুন ধরে যায়। দ্রুত আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এই কমপ্লেক্সে মোট আটটি ব্লক এবং প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।
টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, একাধিক টাওয়ারের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা থেকে ঘন ধোঁয়া উর্ধ্বমুখী হয়েছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
ফায়ার সার্ভিস বিভাগ আশেপাশের মহাসড়কের কিছু অংশ বন্ধ করে দিয়েছে। তারা কমপ্লেক্সের বাসিন্দাদের ঘরে থাকা, দরজা-জানালা বন্ধ রাখা এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া জনসাধারণকে অগ্নিকাণ্ড আক্রান্ত এলাকায় যাতায়াত না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

































