উন্নতির দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা

উন্নতির দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫০, ২৭ নভেম্বর ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের তথ্য অনুযায়ী, সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য এখন আগের তুলনায় কিছুটা ভালো এবং তিনি মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ পর্যবেক্ষণে কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামও নিশ্চিত করেছেন যে, যেই ফুসফুসের ইনফেকশনের কারণে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেটি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসার দায়িত্ব পালন করছে। বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।

তিনি আরও জানান, অতীতের কঠিন সময়েও যেসব চিকিৎসক খালেদা জিয়ার চিকিৎসা দায়িত্বে ছিলেন, তারাই এখনো একইভাবে নিরলসভাবে কাজ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছেন।

গত রোববার রাত ৮টার দিকে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি সমস্যা, ফুসফুসের জটিলতা, চোখের অসুবিধাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। স্বাস্থ্যগত জটিলতার কারণে তাকে নিয়মিতই হাসপাতালে যেতে হয়। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরে আসেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement