আর্টসেল ম্যানেজারসহ ২ জনের বিরুদ্ধে মামলা

আর্টসেল ম্যানেজারসহ ২ জনের বিরুদ্ধে মামলা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫২, ২৬ নভেম্বর ২০২৫

বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগে জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহের ও লিংকন আর্টসের বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘৩৬ জুলাই মুক্তির উৎসব’ আয়োজনে পারফর্ম করার জন্য গত ১৯ জুলাই লিংকন আর্টসেল এবং খাদেমুল ওয়াহাব মাহেরের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা অগ্রিম পরিশোধও করা হয়েছিল।

কিন্তু নির্ধারিত অনুষ্ঠানের মাত্র পাঁচ ঘণ্টা আগে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়ে দেন যে তারা আয়োজনে অংশ নেবেন না।

তাদের এ আকস্মিক সিদ্ধান্তে আয়োজকদের কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাদীসহ সাধারণ শিক্ষার্থীরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে মামলার আবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ও রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন (২৩)। তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে হাজির হয়ে তার জবানবন্দি প্রদান করেন। আদালত জবানবন্দি গ্রহণের পর আদেশ স্থগিত রেখে পরে তেজগাঁও থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া ‘৩৬ জুলাই মুক্তির উৎসব’–এ আর্টসেল দলের অংশগ্রহণ ছিল মূল আকর্ষণ। কিন্তু তারা শেষ মুহূর্তে অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোয় আয়োজকদের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরবর্তীতে তাদের কাছে ২৫ আগস্ট একটি আইনি নোটিশ পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement