মানুষের ঢল সাজিদের জানাজায়, সম্পন্ন দাফন

মানুষের ঢল সাজিদের জানাজায়, সম্পন্ন দাফন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১১, ১২ ডিসেম্বর ২০২৫

পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে মৃত্যুবরণ করা দুই বছর বয়সী শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে অনুষ্ঠিত হয় তার জানাজা। জানাজা শেষে বাড়ির পাশের কবরস্থানে সাজিদকে দাফন করা হয়।

ভোর থেকেই জানাজার মাঠে মানুষের ঢল নামে। শিশুটির আকস্মিক মৃত্যু পুরো গ্রামকে শোকে নিস্তব্ধ করে দিয়েছে। গ্রামের স্কুলছাত্র থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবার চোখে জল—কেউই এই অকালমৃত্যু মেনে নিতে পারছে না। সবাই তার রুহের মাগফিরাত কামনায় হাত তুলেছে। এক কথায়, পুরো গ্রাম যেন সাজিদের শেষ বিদায়ে একসাথে হয়ে উঠেছিল।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মায়ের সঙ্গে বাড়ির সামনে মাঠ পার হওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। প্রায় ৩২ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা জানান—শিশুটি আর বেঁচে নেই।

ঘটনার সময় সাজিদ তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের জমির ওপর দিয়ে হাঁটছিল। জমিটিতে খড়ের স্তর ছিল, যার নিচে লুকিয়ে ছিল বিপজ্জনক একটি অরক্ষিত নলকূপের গর্ত। রুনা খাতুন বুঝতেই পারেননি যে খড়ের নিচে মৃত্যুফাঁদ লুকিয়ে আছে। হঠাৎ সাজিদ পড়ে গিয়ে ‘মা’ বলে চিৎকার করলে তিনি পেছন ফিরে দেখেন, ছেলেটি আর নেই। খড় সরাতেই বেরিয়ে আসে গভীর সেই গর্ত।

স্থানীয়দের দাবিও একই—গত বছর এক ব্যক্তি গভীর নলকূপ বসানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পানি না পেয়ে কাজ অসম্পূর্ণ রেখে দেওয়া হয়। পাইপের মুখ যেমন খোলা ছিল, তেমনি বর্ষার পানি ও মাটির ক্ষয়ে গর্তটি আরও বড় হয়ে যায়। কোনো রকম সতর্কতা বা সুরক্ষাব্যবস্থা না থাকায় শেষ পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement