জীবিত উদ্ধার করা হয়েছে ৩২ ঘণ্টা নল কুপে থাকা সেই শিশু সাজিদ কে

জীবিত উদ্ধার করা হয়েছে ৩২ ঘণ্টা নল কুপে থাকা সেই শিশু সাজিদ কে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪২, ১১ ডিসেম্বর ২০২৫

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর জীবিতভাবে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের তৎপরতায় শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।

শিশুটিকে উদ্ধার করা সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ঘটেছে। ঘটনার প্রেক্ষিতে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান নিশ্চিত করেছেন, শিশুটি নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শিশুটি বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ওই গভীর নলকূপের পাইপে পড়ে যায় এবং তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের দল ৩২ ঘণ্টা পর শিশুটিকে জীবিত বের করতে সক্ষম হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement