গুলিবিদ্ধ হলেন ঢাকা-৮ এর প্রার্থী ওসমান হাদী

গুলিবিদ্ধ হলেন ঢাকা-৮ এর প্রার্থী ওসমান হাদী ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

Published : ১৪:৫৯, ১২ ডিসেম্বর ২০২৫

ঢাকা–৮ আসনের এমপি প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী সশস্ত্র হামলার শিকার হয়েছেন। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

আহত অবস্থায় স্থানীয়রা এবং দলের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকেরা তাকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে। ঠিক কী কারণে বা কারা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, তা এখনো স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

বিস্তারিত আসছে...

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement