তফসিল বাতিলের দাবিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল, একজন আটক।

তফসিল বাতিলের দাবিতে  নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল, একজন আটক। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

Published : ১২:৪৫, ১২ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে মশালমিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা–শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ এবং উদ্ধার করা হয়েছে ৬৪টি মশাল।

জাজিরা থানা–পুলিশ জানায়, রাতের ওই মশালমিছিলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীসহ দুই শতাধিক সমর্থক অংশ নেন।

মিছিলকারীরা মশাল হাতে তফসিলকে ‘অবৈধ’ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। একই রাতে সদর উপজেলার আরও একটি এলাকায় দলটির কর্মীরা মশাল নিয়ে সমাবেশ করলেও নির্দিষ্ট স্থান শনাক্ত করতে পারেনি পুলিশ।

দুটি মিছিলের ভিডিও আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, মশাল হাতে নেতা–কর্মীরা তফসিল বাতিলের নানা স্লোগান দিচ্ছেন এবং অনেকের মুখে মাস্ক রয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, “মশালমিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং মিছিলে ব্যবহৃত ৬৫টি মশাল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরএইচ/ ঢাকা

শেয়ার করুনঃ
Advertisement