ঢাকা-১০ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

ঢাকা-১০ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

Published : ১২:৫৪, ১২ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার আগের দিনই অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—একযোগে দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পর কোন রাজনৈতিক দলে তারা যোগ দিচ্ছেন বা নির্বাচনে কীভাবে অংশ নেবেন—তা নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অবশেষে শুক্রবারের পোস্টে আসিফ মাহমুদ স্পষ্ট করেন, তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, স্বতন্ত্র হয়েই মাঠে নামবেন। তার এই ঘোষণার পর এলাকায় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১০ আসনে প্রার্থীদের তৎপরতা বেড়েছে। আসিফ মাহমুদের স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আরএইচ/ ঢাকা

শেয়ার করুনঃ
Advertisement