ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী ও শ্রমিক।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা হলেন ট্রাকচালক নবীন শেখ (২২), যিনি ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে, এবং হেলপার রাশেদ (৩০)। হেলপারের স্থায়ী ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে ইটভাটার ট্রাকটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ট্রাকের চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন, এবং হাসপাতালে নেওয়ার পর চালকও মারা যান। এই দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ঘটনার পেছনের সঠিক কারণ নির্ণয়ের জন্য পুলিশ তদন্ত করছে এবং নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার বিষয়ে সতর্কতা জোরদার করার আহ্বান জানিয়েছে।
































