ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল

ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৫, ২৪ জানুয়ারি ২০২৬

সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি সড়কে শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সংঘটিত হয় এক ভয়ংকর ডাকাতির চেষ্টা। গভীর রাতে একদল ডাকাত সড়কের ওপর বড় একটি গাছ ফেলে যানবাহনের চলাচল বন্ধ করার কৌশল নেয়।

উদ্দেশ্য ছিল গাড়ি থামিয়ে যাত্রীদের জিম্মি করে ডাকাতি করা। তবে গাড়িচালকের সাহসী সিদ্ধান্ত ও তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির হাত থেকে রক্ষা পান যাত্রীরা। পুরো ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে নির্জন সড়কের ওপর একটি বিশাল গাছ ফেলে ডাকাত দল গাড়ির গতি রোধের চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে চালক কোনোভাবেই গাড়ি না থামিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। কৌশলে গাছ ও ডাকাতদের বাধা এড়িয়ে তিনি গাড়িটি দ্রুত নিরাপদ দূরত্বে নিয়ে যেতে সক্ষম হন। এ সময় গাড়িতে থাকা যাত্রীরাও আতঙ্কিত না হয়ে চালককে সাহস জোগান এবং সহযোগিতা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জানান, ডাকাতরা সত্যিই ডাকাতির উদ্দেশ্যে সড়ক অবরোধ করেছিল। তবে চালকের বিচক্ষণতা ও দ্রুত সিদ্ধান্তের কারণে তারা তাদের উদ্দেশ্যে সফল হতে পারেনি।

পুলিশ জানায়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। যদিও এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে শুক্রবার রাতেই ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে বিরুলিয়া ও আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিরুলিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement