মিটফোর্ডের ঘটনায় আসামিদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা

মিটফোর্ডের ঘটনায় আসামিদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৫:২৫, ১৩ জুলাই ২০২৫

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের নানা প্রান্তের মানুুষ মানববন্ধন করেছেন।

এদিকে নৃশংস এ হত্যার ঘটনায় আসামিদের পক্ষে না দাঁড়াতে আইনজীবীদের অনুরোধ করেছেন বেশ কয়েকজন আইনজীবী। 

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা আইনজীবীদের প্রতি এ আহ্বান জানান।

তাদের মধ্যে নিজের ফেসবুকে আইডতে এক পোস্টে অ্যাডভোকেট শফিকুল ইসলাম রনি লিখেছেন, ‘মিডফোর্ডের ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা না করার  আনুরোধ রইলো।’

অপর এক আইনজীবী শাহ মো. আবু জাফর নিজের আইডিতে লিখেছেন, ‘একজন আইনজীবী হিসেবে মিডফোর্ডের ঘটনায় আসামিতদের পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা না করার অনুরোধ রইলো ??
বিবেক কে জাগ্রত করি।’

অ্যাডভোকেট মাসুদ মাষ্টারের স্ট্যাটাস, ‘মিডফোর্ডের সামনে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের পক্ষে কোনো বিজ্ঞ আইনজীবী আদালতে দাঁড়াবেন না। আসুন আমরা তাদের বয়কট করি।’

অ্যাডভোকেট আবদুল্লাহ আল ফারুক লেখেন, ‘মিটফোর্ডের পাথর দিয়ে থেতলিয়ে বর্বরোচিত জঘন্য হত্যা কাণ্ডের ঘটনায় গ্রেপ্তার চার আসামির পক্ষে যদি কোনো আইনজীবী ওকালতনামা দেয় সে যেন মনে করে তার বাপের হত্যাকারীর পক্ষে ওকালতি করল। 
.
আইন পেশার মর্যাদা রক্ষার্থে কেউ যেন এই নৃশংসতার পক্ষে ওকালতি করে নিজের বিবেক ও পেশার সম্মান বিকিয়ে না দেন। ?’

অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস লেখেন, ‘মিটফোর্ডের ঘটনায় গ্রেপ্তার ৪ আসামির পক্ষে আমরা আইনজীবীরা, কখনোই ওকালতিনামা দেবো না। আইন পেশার মর্যাদা রক্ষার্থে কেউ যেন এই নৃশংসতার পক্ষে ওকালতি করে নিজের বিবেক ও পেশার সম্মান বিকিয়ে না দেন।’

বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৩৯) পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী হত্যা মামলার প্রধান অভিযুক্তসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement