আবার বাড়ল সোনার দাম

আবার বাড়ল সোনার দাম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২৫, ২৫ জানুয়ারি ২০২৬

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম আগামী সোমবার (২৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস স্বর্ণ ও রুপার নতুন মূল্য তালিকার তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য বলে জানিয়েছে বাজুস।

একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরিতে ৩৫০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৩২ টাকা। এটিও দেশের বাজারে রুপার সর্বোচ্চ দাম।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে রুপার দাম বৃদ্ধির কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement