পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্ধোধন

Published : ১৬:০৩, ১০ মে ২০২৫
মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”- এই প্রতিপাদ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্ধোধন করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
শনিবার (১০ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে শিক্ষার্থীর হাতে সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়।
উদ্ধোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর শামসুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি/ও