১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা, যারা আশপাশে অবস্থান নিয়ে টহল দিচ্ছেন। উদ্দেশ্য, দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের জমায়েত রোধ করা।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কার্যালয়ের প্রবেশপথসহ আশপাশের সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ জানায়, নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণধোলাই দেয় উপস্থিত ছাত্রজনতা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এছাড়া ১৫ আগস্ট সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা কয়েকজন ব্যক্তিকে হেনস্তার শিকার হতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের মধ্যে কয়েকজনকে চড়-থাপ্পর ও মারধর করা হয়। তবে ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে আটক করেননি।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংবেদনশীল এলাকায় বাড়তি নজরদারি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে বিশেষ টিমও।