বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে অমানবিক আচরণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। কর্মসূচিটি খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়, যা রাজধানীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাতেও পালন করা হয়।
মির্জা আব্বাস জানান, খালেদা জিয়াকে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের এমন একটি কক্ষে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব ছিল। কয়েকজন জেলার ও ডেপুটি জেলার ইচ্ছাকৃতভাবে তাকে ছাদের ওপর একটি কক্ষে রেখেছিল বলে অভিযোগ করেন তিনি। আব্বাস দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, বিএনপির দুর্দিনে দলের নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া দৃঢ় মনোবল ও আপোষহীন নেতৃত্বের পরিচয় দিয়েছেন। নেতা-কর্মীদের প্রতি তার ভালোবাসা ও স্নেহ তুলনাহীন।
উল্লেখ্য, ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া কারাগারে যান। অসুস্থ হয়ে পড়লেও সরকার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি। ২০২০ সালের ২৫ মার্চ করোনা পরিস্থিতিতে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়। এরপর থেকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে থাকছেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয়, মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়েও অনুরূপ কর্মসূচি পালিত হয়।