হলে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাবি ছাত্রীর মৃত্যু

হলে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাবি ছাত্রীর মৃত্যু

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৮, ১৫ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আসমা আক্তার লিজা শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। লিজা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে থাকা শিক্ষার্থী ছিলেন এবং তার পৈত্রিক বাড়ি নাটোরে।

লিজার হলের এক সহপাঠী জানান, তিনি বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবিলম্বে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় হার্টে টিউমার ধরা পড়ে। পরে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয় এবং শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরেক সহপাঠী জানান, লিজার হার্টে টিউমার থাকা ছাড়াও ফুসফুসে পানি জমেছিল। অসুস্থতার প্রথম সতর্কতা পাওয়ার পরেই তাকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। এই তথ্য ছাত্রছাত্রী এবং প্রাধ্যক্ষের কাছে নিশ্চিত হওয়া গেছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. আলেয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হলের সবাই লিজার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীরা তার পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছে।

লিজার মৃত্যু শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে এবং স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা ও শিক্ষার্থী সংগঠনগুলো তার আত্মার শান্তি কামনা করেছেন এবং পরিবারকে সমবেদনা জানিয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement