ভর্তিতে জুলাই শহীদ ও আহতদের পরিবারকে বিশেষ সুবিধা দেবে ঢাবি

ভর্তিতে জুলাই শহীদ ও আহতদের পরিবারকে বিশেষ সুবিধা দেবে ঢাবি

শিক্ষা ডেস্ক:

Published : ১২:২২, ২৭ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিশেষ বিবেচনা করা হবে। এই সিদ্ধান্ত সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় গৃহীত হয়েছে।

বিশেষ সুবিধার আওতায় শহীদ বা আহত ব্যক্তির স্ত্রী, পুত্র ও কন্যা সরাসরি উপকৃত হবেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তি যদি জীবিত না থাকেন, সেক্ষেত্রে তাদের ভাই বা বোনও এই সুযোগ গ্রহণ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই সিদ্ধান্ত মূলত শহীদ ও আহতদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের পরিবারের শিক্ষাপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। সেই ধারাবাহিকতায় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকা জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে এ উদ্যোগ প্রশংসিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement