শুরু হল ২০২৫-এর নতুন কুঁড়ি অডিশন

Published : ১৮:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫
উপমহাদেশের প্রথম প্রতিভা আবিষ্কারের রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’-এর অডিশন শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের এই সিগনেচার প্রোগ্রামের আঞ্চলিক পর্যায়ের বাছাই আগামীকাল থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত চলবে। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগীরা পরবর্তী বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন।
বিভাগীয় পর্যায়ের অডিশন ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আঞ্চলিক ও বিভাগীয় সব অডিশন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত দিনের অডিশন বন্ধ হবে না। অংশগ্রহণকারীদের অডিশনের নির্দিষ্ট তারিখ মোবাইলের মাধ্যমে এসএমএসে জানানো হবে। বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তীতে বিটিভি, ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপে অংশগ্রহণ করবেন। তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রল এবং বিটিভির ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে।
প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত, এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় অংশগ্রহণ করা যাবে। বয়স অনুযায়ী দুটি শাখা থাকবে: ‘ক’ শাখা (৬-১১ বছর) এবং ‘খ’ শাখা (১১-১৫ বছর)।
আঞ্চলিক অডিশনের ভেন্যুগুলো হলো:
ঢাকা-১ ও ঢাকা-২: বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা।
ঢাকা-৩: ফরিদপুর শিশু একাডেমি।
ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-২: ময়মনসিংহ শিল্পকলা একাডেমি।
সিলেট: সিলেট শিল্পকলা একাডেমি।
রংপুর-১: রংপুর শিল্পকলা একাডেমি; রংপুর-২: দিনাজপুর শিল্পকলা একাডেমি।
রাজশাহী-১: রাজশাহী শিল্পকলা একাডেমি; রাজশাহী-২: বগুড়া শিল্পকলা একাডেমি।
খুলনা-১: খুলনা শিল্পকলা একাডেমি; খুলনা-২: যশোর শিল্পকলা একাডেমি; খুলনা-৩: কুষ্টিয়া শিল্পকলা একাডেমি।
বরিশাল-১ ও বরিশাল-২: বরিশাল শিল্পকলা একাডেমি।
চট্টগ্রাম-১: চট্টগ্রাম শিল্পকলা একাডেমি; চট্টগ্রাম-২: রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অডিটোরিয়াম; চট্টগ্রাম-৩: কবি নজরুল ইনস্টিটিউট, কুমিল্লা; চট্টগ্রাম-৪: নোয়াখালী শিল্পকলা একাডেমি।
ঢাকা বিভাগের বিভাগীয় অডিশন বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরায়; ময়মনসিংহ বিভাগের বিভাগীয় অডিশন ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে; সিলেট বিভাগের বিভাগীয় অডিশন সিলেট শিল্পকলা একাডেমিতে; রংপুর বিভাগের বিভাগীয় অডিশন রংপুর শিল্পকলা একাডেমিতে; রাজশাহী বিভাগের বিভাগীয় অডিশন রাজশাহী শিল্পকলা একাডেমিতে; খুলনা বিভাগের বিভাগীয় অডিশন খুলনা শিল্পকলা একাডেমিতে; বরিশাল বিভাগের বিভাগীয় অডিশন বরিশাল শিল্পকলা একাডেমিতে; চট্টগ্রাম বিভাগের বিভাগীয় অডিশন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
BD/AN