দুবাইতে নকল হেভিওয়েট বিয়ে: টিকিট ২০০ দিরহাম

দুবাইতে নকল হেভিওয়েট বিয়ে: টিকিট ২০০ দিরহাম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪২, ২৩ সেপ্টেম্বর ২০২৫

যদি আপনার পরিবারের সঙ্গে মুকেশ আম্বানির মতো কোটিপতি থাকেন না, তাহলে ভারতের বিলাসবহুল বিয়ের আসরে নিমন্ত্রণ পাওয়া সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব।

বলিউড তারকা থেকে শুরু করে বিশ্বখ্যাত গায়ক, সবাই হাজির হন এই চমকপ্রদ অনুষ্ঠানে। কিন্তু এবার সেই অভিজ্ঞতা সাধারণ দর্শকও উপভোগ করতে পারবেন, যদিও বিয়ে হবে শুধুই মঞ্চে, কোনো আসল কনে বা বর থাকবে না।

আসছে ‘দুলহা দুলহান ড্রামা – এ গ্র্যান্ড মিউজিক্যাল ওয়েডিং এক্সপেরিয়েন্স’। ১০ ও ১১ অক্টোবর দুবাই ফেস্টিভ্যাল সিটি ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে দুই দিনের এই জমকালো আয়োজন। যদিও এটি নকল বিয়ের আসর, তবুও গ্ল্যামার ও জমকালো আয়োজনে এটি বাস্তব বিয়ের সঙ্গে প্রতিযোগিতা করবে। খবর গালফ নিউজ।

এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হল বলিউড তারকা তামান্না ভাটিয়া ও জ্যাকুলিন ফার্নান্দেজ। সঙ্গে থাকছেন জনপ্রিয় গায়ক আদনান সামি। এছাড়াও অংশ নেবেন গ্ল্যামার কুইন সোফি চৌধুরী, পপ তারকা রোমিও, এবং পার্টি মুড জমাতে ডিজে গণেশ ও ডিজে শ্যাডো।

শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে আলোচিত অররি এবং সাহসী ফ্যাশন আইকন ঊর্ফি জাভেদও থাকবেন এই ভুয়া বিয়ের অতিথি তালিকায়। তাদের উপস্থিতি ভক্তদের মধ্যে রহস্যময় উত্তেজনা সৃষ্টি করেছে।

আয়োজকরা জানিয়েছেন, এখানে থাকবে বিয়ের সব রীতি, মেহেদি, হলুদ, সঙ্গীত ও রিসেপশন। সবকিছু সাজানো হবে জমকালো নৃত্য, গ্ল্যামারাস পোশাক ও আলো ঝলমলে মঞ্চসজ্জার মাধ্যমে। প্রতিটি ধাপ হবে নিখুঁতভাবে কোরিওগ্রাফ করা, যা দর্শকদের জন্য অনবরত বিনোদনের অভিজ্ঞতা এনে দেবে।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন বলিউড অভিনেতা অপরশক্তি খুরানা এবং জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তন্না। তাদের প্রাণবন্ত কথোপকথন ও বলিউডীয় নাটকীয়তা যোগ করবে আরও মাত্রা।

বিলাসী আয়োজনের জন্য দুবাইকে বেছে নেওয়া হয়েছে। এটি ভারতের প্রথম বিলাসবহুল বিয়ে-ভিত্তিক মিউজিক্যাল কনসার্ট, যা ভারতীয় সংস্কৃতিকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার এক অনন্য প্রচেষ্টা।

এই অভিনব অনুষ্ঠানে যোগ দিতে হলে কনে-বরকে চেনার কোনো প্রয়োজন নেই। শুধু একটি টিকিট কিনলেই চলবে। সবচেয়ে কম দামের টিকিট মাত্র ২০০ দিরহাম।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement