টলিউডে কৃতি শেঠির প্রত্যাবর্তনের দাবি তুললেন ভক্তরা

টলিউডে কৃতি শেঠির প্রত্যাবর্তনের দাবি তুললেন ভক্তরা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫১, ২২ সেপ্টেম্বর ২০২৫

‘উপ্পেনা’ ছবির মাধ্যমে টলিউডে স্বপ্নের অভিষেক ঘটিয়েছিলেন অভিনেত্রী কৃতি শেঠি। মুক্তির পরপরই তাঁর প্রাণবন্ত অভিনয় আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকদের মন জয় করে নেয়। তবে সাম্প্রতিক সময়ে তিনি তামিলসহ অন্যান্য ভাষার সিনেমায় বেশি কাজ করছেন।

এদিকে টলিউডের ভক্তরা আবারও কৃতিকে ফেরানোর দাবিতে সরব হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হ্যাশট্যাগ ঝড়—#KrithiShetty। তাঁদের মতে, কৃতির সহজাত প্রাণচাঞ্চল্য ও অভিনয়ের অভিব্যক্তি নতুন প্রজন্মের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য, তাই তাঁকে আরও সুযোগ দেওয়া উচিত।

বর্তমানে টলিউডে প্যান-ইন্ডিয়া প্রজেক্টের প্রবাহে শীর্ষ নায়কদের পাশাপাশি নতুন মুখের চাহিদাও বেড়েছে। অনেকেই বলছেন, এই সময়টাই কৃতির জন্য অবস্থান মজবুত করার উপযুক্ত সুযোগ। ভক্তদের আবেগ ও সমর্থন ইঙ্গিত দিচ্ছে, আবারও টলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরতে যাচ্ছেন কৃতি শেঠি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement