জুবিনের মৃত্যুর মাত্র আঠারো মিনিট আগে কী করছিলেন

জুবিনের মৃত্যুর মাত্র আঠারো মিনিট আগে কী করছিলেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ আর নেই। স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে মারাত্মক আহত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তাঁর অকাল প্রয়াণে শোকে নিমজ্জিত গোটা ভারত।

শেষবারের মতো নিজ জন্মভূমি আসামে ফিরলেন প্রিয় শিল্পী। জুবিনের কফিনবন্দি দেহ নিয়ে সাজানো অ্যাম্বুলেন্স পৌঁছায় কাহিলিপাড়ার বাড়িতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পথ অতিক্রম করে। পথে পথে হাজারো মানুষ ফুল ছিটিয়ে, হাতজোড় করে দাঁড়িয়ে এবং কান্নায় ভেঙে পড়ে বিদায় জানায় তাঁদের প্রিয় তারকাকে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রবিবার (২১ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে গায়কের মরদেহ পৌঁছায় গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গরিমা গর্গ এবং আসাম সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রিয় শিল্পীর শেষবারের মুখ দেখার জন্য বিমানবন্দরে ভিড় করেন হাজারো ভক্ত।

এরই মধ্যে জুবিনের মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে এসেছে। সিঙ্গাপুর হাইকমিশনের পাঠানো ডেথ সার্টিফিকেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—গায়কের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে গায়কের মৃত্যু ঘিরে বিতর্ক এবং ধোঁয়াশা কাটেনি। ইতিমধ্যে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যার মধ্যে একটি ভিডিওকে বলা হচ্ছে জুবিনের মৃত্যুর মাত্র ১৮ মিনিট আগে রেকর্ড করা। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রমোদতরীতে বসে আছেন কয়েকজনের সঙ্গে, যেখানে জুবিনের গান বাজছিল। অনেকের মতে, সেই ব্যক্তিই ছিলেন জুবিন, এবং তখনও আনন্দময় মুহূর্ত কাটাচ্ছিলেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে নেমে দুর্ঘটনায় প্রাণ হারান জুবিন গর্গ। পরে আসাম সরকার একাধিক এফআইআর দায়ের করে, যার মধ্যে গায়কের ম্যানেজারের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। তবে তাঁর স্ত্রী গরিমা গর্গ অনুরোধ জানিয়েছেন অভিযোগ প্রত্যাহারের জন্য।

গোটা আসাম ও ভারত জুড়ে জুবিন গর্গের মৃত্যুশোক ভক্তদের হৃদয়কে ভেঙে দিয়েছে। কিংবদন্তি এই শিল্পীর বিদায় যেন এক শূন্যতা তৈরি করেছে সংগীতাঙ্গনে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement