বিয়ের পিঁড়িতে বসছেন জেফার-রাফসান বুধবার

বিয়ের পিঁড়িতে বসছেন জেফার-রাফসান বুধবার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৭, ১৩ জানুয়ারি ২০২৬

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন, জল্পনা আর নানামুখী কানাঘুষার অবশেষে পর্দা নামতে যাচ্ছে। কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন।

ঢাকার অদূরে আমিনবাজারের একটি অভিজাত রিসোর্টে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আয়োজন।

ঘনিষ্ঠ একটি সূত্র এনটিভি অনলাইনকে জানিয়েছে, দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের সীমিত সংখ্যক পরিচিত মুখ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

গত এক সপ্তাহ ধরেই নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে বিয়ের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে কণ্ঠশিল্পী জেফার রহমানের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় প্রায় এক বছর আগে। রাফসানের আগের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই তাদের নাম একসঙ্গে ঘুরতে থাকে নানা আলোচনায়।

এরপর সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন আরও দৃশ্যমান হয়ে ওঠে। দেশে ও দেশের বাইরে একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর সামনে আসে।

বিশেষ করে গত বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে দুজনের একসঙ্গে থাকা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার পারদ আরও চড়ে যায়।

সেই সময় থেকেই সম্পর্কের বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে ও ভক্তদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে। অবশেষে সব জল্পনার ইতি টেনে আগামীকালই নতুন জীবনের পথে পা রাখতে যাচ্ছেন জেফার ও রাফসান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement