ভারত এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে না, যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে টানাপোড়েন

ভারত এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে না, যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে টানাপোড়েন

TheBusinessDaily

Published : ১২:০৭, ৪ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করেছে ভারত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে জানা গেছে, প্রতিরক্ষা খাতে সহযোগিতা কমছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান—নয়াদিল্লি বর্তমানে এফ-৩৫ কেনায় আগ্রহ দেখাচ্ছে না।

এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কিনবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফর করেন এবং সে সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ও যুদ্ধবিমান কেনার প্রস্তাব উঠে আসে। তবে সফরের কিছুদিন পর থেকেই দুই দেশের সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করে। ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। একই সঙ্গে ভারতের উচ্চ শুল্কনীতি নিয়ে সামাজিক মাধ্যমে কড়া সমালোচনা করেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে জ্বালানি ও অস্ত্র কেনা নিয়েও যুক্তরাষ্ট্রের অসন্তোষ বাড়ে। এই জটিল পরিস্থিতিতে প্রতিরক্ষা সহযোগিতা বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্লুমবার্গ জানায়, ভারত চেয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে আধুনিক যুদ্ধবিমান ডিজাইন ও উৎপাদন করতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব হচ্ছে না। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রাফ রেইডার্স স্কোয়াড্রনের অংশ একটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনায় পড়ে, যার তদন্ত এখনও চলছে।

 

এদিকে, সামরিক খাতে আগ্রহ কমালেও ভারত এখন যুক্তরাষ্ট্র থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), যোগাযোগ প্রযুক্তি এবং সোনা আমদানি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক এখনও গুরুত্ব বহন করলেও সাম্প্রতিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক চাপ এ সম্পর্ককে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement