আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের উপর তাণ্ডব, নিহত ১৯

আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের উপর তাণ্ডব, নিহত ১৯ ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪১, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও পাকিস্তান তালেবান (টিটিপি) মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তালেবানের ক্রমবর্ধমান আক্রমণের প্রেক্ষাপটে পাকিস্তানের উত্তর-পশ্চিমের বাজাউর ও দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় সামরিক অভিযানের সময় এ সংঘর্ষ ঘটে।

পাকিস্তানি সেনারা পৃথক তিনটি অভিযান চালানোর সময় কমপক্ষে ১৯ সেনা এবং ৩৫ তালেবান যোদ্ধা নিহত হন। শনিবার (১৩ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, বাজাউর জেলায় ২২ জন তালেবান নিহত হয়েছে, আর দক্ষিণ ওয়াজিরিস্তানে পৃথক অভিযানে আরও ১৩ তালেবান নিহত হন। একই সময়ে ১২ সেনা বীরত্বের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। লোয়ার দির এলাকায় আরও এক সংঘর্ষে সাত সেনা শহীদ হন এবং ১০ বিদ্রোহী যোদ্ধা নিহত হন।

তেহরিক-ই-তালেবান (টিটিপি) পাকিস্তান তালেবান সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করেছে। ইসলামাবাদের মতে, এই গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানদের থেকে আলাদা হলেও তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগান মাটি ব্যবহার করে তালেবানরা পাকিস্তানে হামলা চালাচ্ছে, এবং কাবুলকে এ বিষয়ে দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছে।

সেনাবাহিনী নিহত যোদ্ধাদের “খোয়ারিজ” হিসেবে বর্ণনা করেছে। এছাড়া ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তান তালেবানরা ভারত মদদপুষ্ট, যদিও এ দাবি প্রমাণিত হয়নি।

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement