সিটির সঙ্গে নতুন চুক্তি, সাভিনিয়োর যাত্রা আরও দীর্ঘ

সিটির সঙ্গে নতুন চুক্তি, সাভিনিয়োর যাত্রা আরও দীর্ঘ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৯, ৫ অক্টোবর ২০২৫

ম্যানচেস্টার সিটিতে নিজের যাত্রা আরও দীর্ঘ করতে যাচ্ছেন ব্রাজিলের তরুণ তারকা সাভিনিয়ো। ইংলিশ জায়ান্ট ক্লাবটির সঙ্গে নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন মাত্র ২১ বছর বয়সী এই উইঙ্গার।

ইতোমধ্যে এক বিবৃতিতে ম্যানচেস্টার সিটি জানিয়েছে, সাভিনিয়োর সঙ্গে তাদের চুক্তি নবায়ন করা হয়েছে ২০৩১ সাল পর্যন্ত। চাইলে আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে চুক্তিতে। এর আগে ২০২৯ পর্যন্ত মেয়াদী চুক্তি ছিল সিটির সঙ্গে, যা এখন দুই বছর বাড়ানো হলো।

গ্রীষ্মকালীন দলবদলে সাভিনিয়োকে দলে ভেড়াতে আগ্রহী ছিল টটেনহ্যাম হটস্পার, তবে শেষ পর্যন্ত থেকে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তরুণ।

চুক্তি নবায়নের পর সাভিনিয়ো বলেন, “সিটির সঙ্গে নতুন করে চুক্তি করতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। পেপ (গার্দিওলা) ও ক্লাব আমার ওপর যে আস্থা দেখিয়েছে, সেটা জানাটা দারুণ এক অনুভূতি। আমি এখনও শেখার পর্যায়ে আছি এবং আরও উন্নতি করতে চাই।”

২০২৪ সালে স্প্যানিশ ক্লাব জিরোনা থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন সাভিনিয়ো। প্রথম মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে মাঠে নেমে ৩টি গোল ও ১৩টি অ্যাসিস্ট করেন তিনি।

টটেনহ্যাম তাকে দলে নিতে আগ্রহ দেখালেও, সিটির কোচ পেপ গার্দিওলা আগস্টে স্পষ্ট জানিয়ে দেন— “আমি চাই সাভিনিয়ো আরও বহু বছর সিটিতেই থাকুক।”

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে একটি গোল করেছেন এই তরুণ উইঙ্গার, যাকে সিটি ভবিষ্যতের তারকা হিসেবে দেখছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement