গাজার যুদ্ধবিরতি চূড়ান্ত করতে মিসরে মার্কিন দূতরা

গাজার যুদ্ধবিরতি চূড়ান্ত করতে মিসরে মার্কিন দূতরা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫২, ৫ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতরা মিসরে পাঠানো হচ্ছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। শনিবার মিসরে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং জ্যেষ্ঠ বিশেষ দূত স্টিভ উইটকফকে নিযুক্ত করা হয়েছে।

তাঁদের প্রধান কাজ হলো বন্দি বিনিময় সংক্রান্ত প্রযুক্তিগত বিষয় চূড়ান্ত করা এবং দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা এগিয়ে নেওয়া।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ইতোমধ্যেই ট্রাম্পের পরিকল্পনার অধীনে জিম্মিদের মুক্তির প্রক্রিয়ায় এগোচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, “আমরা চুক্তির খুব কাছাকাছি।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, আগামী কয়েক দিনের মধ্যে অবশিষ্ট সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল মিসরে বৈঠকে অংশগ্রহণ করবে। আলোচনায় জিম্মি বিনিময় এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি নিয়ে প্রস্তাবিত চুক্তি চূড়ান্ত করার বিষয়গুলো আলোচ্য হবে।

উল্লেখ্য, কাতারে হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি বিমান হামলার পর এক মাস ধরে যুদ্ধবিরতি আলোচনায় অন্তরায় সৃষ্টি হয়েছিল। এই বৈঠকগুলো সেই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement