রাতে স্ত্রী সাপ হয়ে কামড়ানোর চেষ্টা করেন: দাবি স্বামীর

Published : ১৮:৫৪, ৭ অক্টোবর ২০২৫
উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক ব্যক্তি এমন অদ্ভুত অভিযোগের কারণে স্থানীয় প্রশাসনকে হতবাক করে তুলেছেন। তিনি দাবি করেছেন, তার স্ত্রী রাতে সাপের রূপ ধারণ করে তাকে কামড়ানোর জন্য তাড়া করেন। এই অবিশ্বাস্য অভিযোগের পর প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি ‘সমাধান দিবস’ উপলক্ষে আয়োজিত একটি জনশুনানিতে মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ এই অভিযোগটি উত্থাপন করেন। জেলা ম্যাজিস্ট্রেটকে তিনি বলেন, "স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতের অন্ধকারে সাপ হয়ে যায় এবং আমাকে কামড়ানোর জন্য তাড়া করে।" মেরাজ আরও দাবি করেন যে, তার স্ত্রী কয়েকবার ঘুমের মধ্যে তাকে হত্যার চেষ্টা করেছেন, তবে তিনি প্রতিবারই সময়মতো জেগে গিয়ে নিজের জীবন রক্ষা করতে পেরেছেন। তিনি জানান, "আমার স্ত্রী আমাকে মানসিকভাবে নির্যাতন করে এবং যেকোনো রাতে ঘুমের মধ্যে আমাকে মেরে ফেলতে পারে।"
এই অদ্ভুত অভিযোগ শুনে জেলা ম্যাজিস্ট্রেট বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। তিনি অবিলম্বে মহকুমা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশকে তদন্তে নেমে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেন। পুলিশ প্রাথমিকভাবে এই ঘটনার সম্ভাব্য মানসিক হয়রানির মামলা হিসেবে তদন্ত শুরু করেছে। জানা গেছে, মেরাজ তার অভিযোগের সমর্থনে একটি লিখিত আবেদনও জমা দিয়েছেন।
এদিকে, এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (X) মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্যবহারকারীরা বিষয়টিকে কেন্দ্র করে নানা রকম রসিক মন্তব্য করতে শুরু করেন। কেউ ১৯৮৬ সালের বিখ্যাত চলচ্চিত্র ‘নাগিনা’-তে শ্রীদেবীর ইচ্ছাধারী নাগিন চরিত্রের সঙ্গে এই ঘটনার তুলনা করেন। একজন মন্তব্য করেছেন, "লোকটি সত্যিই ভাগ্যবান, সে তার বিবাহিত জীবনে শ্রীদেবীকে খুঁজে পেয়েছে।"
এই অবিশ্বাস্য দাবির পেছনের সত্য কি, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এটি কি নিছক কোনো কুসংস্কার, পারিবারিক বিবাদের কারণে মানসিক চাপ, নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে, সেটা প্রশাসনের তদন্তের পরই পরিষ্কার হবে।
সূত্র: এনডিটিভি
বিডি/এএন