কুমির নদীতে নারীকে টেনে নিল, ভিডিও ভাইরাল

কুমির নদীতে নারীকে টেনে নিল, ভিডিও ভাইরাল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২৭, ৭ অক্টোবর ২০২৫

ভারতের ওডিশার জাজপুরে নদীতে এক নারীকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ৫৭ বছর বয়সী সৌদামিনী মহালা সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নদীতে গোসল করার সময় নিখোঁজ হন।

ঘটনাটি ঘটেছে জাজপুরের বিঞ্জারপুর থানার অন্তর্গত কান্তিয়া গ্রামে, দুপুরে। সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর প্রকাশ করেছে।

এক প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, একটি বড় কুমির নদীর গভীর স্রোতের দিকে মহালাকে টেনে নিয়ে যাচ্ছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী নব কিশোর মহালা জানান, “আমরা দেখলাম কুমিরটি তাকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়।”

ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি অভিযান শুরু করে। তবে মঙ্গলবার পর্যন্ত ওই নারীর কোনো খোঁজ মেলেনি।

এক পুলিশ কর্মকর্তা জানান, নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নদীর বিভিন্ন অংশে অনুসন্ধান চালানো হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement