গাজা যুদ্ধে দুই বছরে নিহত ১,১৫২ ইসরায়েলি নিরাপত্তাকর্মী

গাজা যুদ্ধে দুই বছরে নিহত ১,১৫২ ইসরায়েলি নিরাপত্তাকর্মী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:১৪, ৬ অক্টোবর ২০২৫

হামাসের আকস্মিক হামলার দুই বছর পূর্তি উপলক্ষে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর মোট ১,১৫২ সদস্য প্রাণ হারিয়েছেন।

এই সংখ্যার মধ্যে রয়েছেন সেনাবাহিনীর সদস্য, পুলিশ কর্মকর্তা, শিন বেট গোয়েন্দা সংস্থার কর্মী এবং বেসামরিক নিরাপত্তা কর্মকর্তা—যারা দায়িত্ব পালনকালে, দুর্ঘটনা, অসুস্থতা কিংবা আত্মহত্যার ঘটনায় মৃত্যুবরণ করেছেন। নিহতদের বড় একটি অংশ গাজা উপত্যকা, লেবানন ও পশ্চিম তীরে চলমান সংঘাতে অংশ নেওয়ার সময় নিহত হয়েছেন বলে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের প্রায় ৪২ শতাংশের বয়স ২১ বছরের নিচে, অধিকাংশই বাধ্যতামূলক সামরিক সেবায় থাকা তরুণ সেনা। অন্যদিকে, ১৪১ জনের বয়স ছিল ৪০ বছরের বেশি।

সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে নতুন করে ৬ হাজার ৫০০-রও বেশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন ৮৮৫ জন শিশু, ১,৯৭৩ জন পিতা-মাতা, ৩৫১ জন বিধবা এবং ৩,৪৮১ জন ভাই-বোন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ২০০ জনেরও বেশি জেরুজালেমের মাউন্ট হার্জল সামরিক কবরস্থানে সমাহিত হয়েছেন। এছাড়া দেশজুড়ে মোট ২৬৪টি কবরস্থানে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। নিহতদের পরিবারকে মানসিক ও আর্থিক সহায়তা প্রদান এবং তাদের স্মৃতি সংরক্ষণের কাজ অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট বিভাগ।

নিহত সৈন্যদের পরিবার, স্মৃতিচারণ ও ঐতিহ্য বিভাগের প্রধান আরিয়েহ মোয়ালেম বলেন,

“ইসরায়েল রাষ্ট্রের ইতিহাস এখন আমাদের সন্তানদের রক্তে লেখা। এই যুদ্ধে আমরা যে মূল্য দিচ্ছি, তা অসীমভাবে ভারী।”

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement