গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে গিয়ে আবারও ইসরায়েলি বাহিনির হাতে আটক হন পরিবেশ আন্দোলনের প্রতীক তরুণী গ্রেটা থুনবার্গ।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তত্ত্বাবধানে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের নৌবহরটি গাজামুখী ত্রাণবাহী জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথেই ইসরায়েলি নৌবাহিনী তাদের আটক করে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আটক হওয়া মোট ১৭১ জনকে পরে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে আছেন গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের নাগরিকরা, যেমন গ্রিস, ইতালি, ফ্রান্স, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মানবাধিকারকর্মীরা। আটক কর্মীদের মধ্যে অনেকেই নারী এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, আটক ব্যক্তিদের একটি অংশকে গ্রিসে এবং বাকিদের স্লোভাকিয়ায় ফেরত পাঠানো হয়েছে। যদিও তাদের মধ্যে কয়েকজন অভিযোগ করেছেন যে, আটক অবস্থায় ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তারা অবমাননাকর আচরণের শিকার হয়েছেন।
এর আগে গ্রেটা থুনবার্গ ত্রাণবাহী নৌযানে করে গাজায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখনও ইসরায়েলি বাহিনী বাধা দেয়। দ্বিতীয়বারও একই পরিণতি হলো তার। মানবিক সহায়তা পৌঁছানোর এই উদ্যোগে বিশ্বজুড়ে সমর্থন পাওয়া সত্ত্বেও ইসরায়েলি সরকারের কঠোর অবস্থানের কারণে ত্রাণগুলো গাজায় পৌঁছাতে ব্যর্থ হয়।
বিশ্লেষকদের মতে, গাজা উপত্যকায় অবরোধের মধ্যে এমন মানবিক উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলের সমালোচনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি