জেল থেকে জামিনে মুক্তি, বেরিয়ে লাশ

জেল থেকে জামিনে মুক্তি, বেরিয়ে লাশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৩, ৭ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক মামলায় জামিনে মুক্তি পাওয়ার মাত্র দশ দিনের মাথায় নয়ন (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজ হওয়ার পর শুক্রবার () তক্কারমাঠ এলাকার একটি প্লাস্টিকের ড্রাম থেকে নয়নের মরদেহ পাওয়া যায়। নিহত নয়ন ফতুল্লার পিলকুনি এলাকার আব্দুস সালামের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা ড্রামে বন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাম কেটে পলিথিনে মোড়ানো মরদেহটি উদ্ধার করে।

মরদেহে দেখা যায়, দুই পায়ের হাঁটু থেকে নিচের অংশ কাটা ছিল এবং ওই অংশগুলো এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অজ্ঞাত থাকা মরদেহটি পরে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়।

ওসি আরও জানান, নিহত নয়নের বিরুদ্ধে একটি মাদক মামলায় তিন বছরের সাজা ছিল। কয়েক মাস কারাভোগের পর মাত্র দশ দিন আগে তিনি জামিনে মুক্তি পান। পুলিশ ধারণা করছে, তাকে তিন দিন আগে হত্যা করে ড্রামে ভরে রাখা হয়েছিল।

নয়ন দুটি বিয়ে করেছিলেন এবং পুলিশ তার দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। তবে হত্যার মূল কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement