৯০০ কোটি টাকার মালিক তন্ময় ভাট?

Published : ২২:৪৪, ৭ অক্টোবর ২০২৫
ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা, ইউটিউবার ও প্রযোজক তন্ময় ভাট আবারও আলোচনার কেন্দ্রে—তবে এবার কোনো ভিডিও বা কনটেন্ট নয়, বরং তাঁর বিপুল সম্পদের পরিমাণ নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, তন্ময়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৬৬৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০০ কোটি টাকারও বেশি। প্রতিবেদনে তাঁকে ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার বলেও অভিহিত করা হয়।
প্রকাশিত খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় মিম, ঠাট্টা-তামাশা ও অবিশ্বাসের ঝড়। কেউ প্রশ্ন তুলেছেন, কেউবা মজার ছলে মন্তব্য করেছেন—একজন কৌতুক অভিনেতা এত সম্পদের মালিক, এটা কি সত্যিই সম্ভব?
শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন তন্ময় ভাট। এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন,
“ভাই, এত টাকা থাকলে আমি ইউটিউবে মেম্বারশিপ বিক্রি করতাম না!”
তাঁর এই কৌতুকপূর্ণ জবাবে অনুসারীরা হাসিতে ফেটে পড়েন। এক ভক্ত মজা করে লিখেছেন,
“তন্ময় ভাই, আপনার ৬৬৫ কোটির মধ্যে ১০–২০ কোটি দিলেও তো কিছু যায় আসে না!”
তবে এটা নতুন নয়। এর আগেও তন্ময় ভাটের সম্পদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছিল। ২০২৪ সালের এক প্রতিবেদনে তাঁকে ভারতের অন্যতম ধনী কনটেন্ট ক্রিয়েটর বলা হলে, তন্ময় সেটাকে ‘সম্পূর্ণ ভুল ধারণা’ বলে উড়িয়ে দিয়েছিলেন।
তন্ময় ভাট ২০১২ সালে একটি বিতর্কিত কমেডি শো-এর মাধ্যমে আলোচনায় আসেন। এরপর তিনি ২০১৮ সালে অ্যামাজন প্রাইমের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কমিকস্তান’-এর প্রথম মৌসুমে বিচারকের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে নিজের নামে ইউটিউব চ্যানেল চালু করেন, যেখানে তিনি নিয়মিত ভ্লগ, রিঅ্যাকশন ভিডিও ও ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করেন।
তাঁর ভক্তদের মতে, তন্ময়ের সরল জীবনযাপন ও রসিক স্বভাব তাঁকে জনপ্রিয় করেছে আরও বেশি। তাই এমন বিশাল সম্পদের দাবি অনেককেই অবাক করেছে। কেউ কেউ মন্তব্য করছেন, “তন্ময়ের প্রকৃত সম্পদ তাঁর হাস্যরস ও ইতিবাচকতা, টাকা নয়।”
বিডি/এএন