রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নারী পরিচালক

Published : ১৯:৫৫, ৭ অক্টোবর ২০২৫
উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে তিনি এই পদে আসছেন। বর্তমানে রুবাবা বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।
এর আগে এনএসসির মনোনয়নে বিসিবির পরিচালক পদে নির্বাচিত হন ইশফাক আহমেদ। তবে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক বিতর্কের কারণে এনএসসি তার মনোনয়ন প্রত্যাহার করে এবং সেই শূন্য পদে রুবাবা দৌলাকে মনোনীত করা হয়।
মঙ্গলবার (৭ই অক্টোবর) তার নাম ঘোষণা হওয়ার কথা থাকলেও কিছু কারণে তা বিলম্বিত হয়েছে। জানা গেছে, রুবাবা দৌলা বিসিবিতে যোগ দেওয়ার আগে তার বর্তমান কর্মস্থল ওরাকল থেকে ছাড়পত্র নিতে চান।
এই আনুষ্ঠানিকতার কারণে এনএসসি তার নাম ঘোষণায় কিছুটা সময় নিচ্ছে। ফলে তিনি নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় উপস্থিত থাকতে পারেননি। তবে বিষয়টি নিয়ে বিশেষ কোনো জটিলতা নেই।
রুবাবা দৌলা ক্রীড়া সংগঠক হিসেবেও অভিজ্ঞ। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, তিনি দীর্ঘ ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার সময়েই গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পৃষ্ঠপোষক ছিল।
ব্যক্তিগত জীবনে রুবাবা দৌলা এক সম্ভ্রান্ত সাংস্কৃতিক পরিবারের সদস্য। তার মামা প্রখ্যাত শিল্পী কামরুল হাসান এবং ফুপু জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন এবং স্টকহোম স্কুল অব ইকোনমিক্স ও লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন ক্ষেত্রে নারীদের উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৬ সালে "অনন্যা শীর্ষ দশ পুরস্কার" লাভ করেন।
বিডি/এএন