ইরাকি তেলের বড় ক্রেতা এখন চীন ও ভারত

Published : ২১:৩৮, ৭ অক্টোবর ২০২৫
চীন ও ভারতের ক্রমবর্ধমান চাহিদার কারণে সেপ্টেম্বর মাসে ইরাকের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এশিয়ার বাজারগুলো ইরাকের সমুদ্রপথে তেল রপ্তানির বড় অংশ দখল করেছে।
ইরাকের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীন দিনে ১১ লাখ ৬ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ হাজার ব্যারেল বেশি। ভারতের আমদানি হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ব্যারেল, যা এক বছরে ৩৯ হাজার ব্যারেল বৃদ্ধির ইঙ্গিত দেয়।
দক্ষিণ কোরিয়ার আমদানি বেড়ে হয়েছে ২ লাখ ৯৩ হাজার ব্যারেল, যা গত বছরের তুলনায় ৬ হাজার ব্যারেল বেশি। ইউরোপেও ইরাকি তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। গ্রিস দিনে ১ লাখ ৯৭ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা গত বছরের ১ লাখ ৯২ হাজার ব্যারেল থেকে সামান্য বৃদ্ধি নির্দেশ করে। ফ্রান্সে ইরাকি তেলের আমদানি বেড়ে হয়েছে ১ লাখ ৩৪ হাজার ব্যারেল, যেখানে গত বছর তা ছিল মাত্র ৪৫ হাজার ব্যারেল।
ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক তার অর্থনীতি টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব বজায় রাখতে তেল রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশেষজ্ঞরা মনে করছেন, চীন, ভারত ও ইউরোপের ক্রেতারাই ইরাকের রপ্তানি বৃদ্ধির মূল চালক হিসেবে কাজ করছে।
সূত্র: শাফাক নিউজ
বিডি/এএন