প্রেসিডেন্ট মাদুরোর মুক্তি চেয়ে রাজপথে সমর্থকেরা

প্রেসিডেন্ট মাদুরোর মুক্তি চেয়ে রাজপথে সমর্থকেরা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩২, ৪ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক রয়েছেন—এ দাবিতে দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় রাজপথে নেমে বিক্ষোভ করছেন মাদুরো সরকারের সমর্থকেরা।

প্রেসিডেন্টের মুক্তির দাবিতে আয়োজিত এসব কর্মসূচিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এই বিক্ষোভে অংশ নিয়েছেন কারাকাসের মেয়র কারমেন মেলান্দেজও, যিনি মাদুরো প্রশাসনের ঘনিষ্ঠ ও অনুগত হিসেবে পরিচিত। বিক্ষোভ চলাকালে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বেআইনিভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে।

মেলান্দেজের ভাষ্য অনুযায়ী, এটি কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি ‘অপহরণ’। তিনি এই ঘটনাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement