অর্ডার দেওয়ার ১৬ বছর দীর্ঘ প্রতীক্ষার পর মোবাইল ফোন ডেলিভারি

অর্ডার দেওয়ার ১৬ বছর দীর্ঘ প্রতীক্ষার পর মোবাইল ফোন ডেলিভারি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩১, ১৩ জানুয়ারি ২০২৬

২০১০ সালে এক লিবিয়ার ব্যবসায়ী একটি অতি দামি নোকিয়া মোবাইল ফোনের বড় অর্ডার দেন। সেই সময় নোকিয়াকে বিশ্বের মোবাইল ফোনের রাজা হিসেবে বিবেচনা করা হত, এবং তাদের বিভিন্ন মডেল সাধারণ থেকে শুরু করে অত্যন্ত ধনী ব্যক্তিদের মধ্যে পর্যন্ত সমানভাবে জনপ্রিয় ছিল।

তবে অদ্ভুত হলেও সত্যি, ১৬ বছর পর অবশেষে সেই অর্ডারকৃত মোবাইল ফোনগুলো হাতে পাওয়ার পর ব্যবসায়ী হতবাক হয়ে যান। কারণ, ফোনগুলো তখন পুরোপুরি অচল অবস্থায় ছিল।

এই ঘটনা বর্তমানে ইন্টারনেটে ভাইরাল হয়েছে এবং দেশ-বিদেশের সংবাদমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। তবে ভিডিও এবং প্রতিবেদনের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মোবাইল ফোনগুলো দীর্ঘ বছর আটকে থাকার পেছনের প্রধান কারণ ছিল লিবিয়ার গৃহযুদ্ধ, যা দেশের ভেতরে বাণিজ্যিক কার্যক্রম এবং সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ব্যাহত করেছিল। এই যুদ্ধ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে ফোনগুলো মাঝপথেই আটকে পড়ে। যুদ্ধের অবসান এবং পরিস্থিতির স্থিতিশীল হওয়ার পর, ১৬ বছর পর ফোনগুলো যখন ব্যবসায়ীর হাতে পৌঁছায়, তখন এগুলো কার্যকারিতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে।

এ ঘটনার পর প্রশ্ন উঠেছে, এই ফোনগুলো কি এখনও মোবাইল ফোন হিসেবে বিবেচনা করা যায়, নাকি এগুলো এক ধরনের ঐতিহাসিক নিদর্শন বা ভাসমান প্রযুক্তি নিদর্শন হিসেবে গণ্য করা উচিত। ২০১০ সালে যে প্রযুক্তি ও মূল্যকে কেন্দ্র করে এই ফোনগুলো অর্ডার করা হয়েছিল, আজ তা সম্পূর্ণ ভিন্ন অবস্থায় রয়েছে।

এই ঘটনা ব্যবসায়িক জগতে এবং প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে এটি একটি স্পষ্ট উদাহরণ হিসেবে দেখা যেতে পারে, যে কীভাবে যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা সরবরাহ শৃঙ্খলাকে ব্যাহত করতে পারে, এবং একই সঙ্গে প্রযুক্তি ও পণ্যের মূল্য সময়ের সঙ্গে কতটা পরিবর্তিত হতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement