স্ত্রী বা প্রেমিকার রাগ ভাঙানোর উপায়

স্ত্রী বা প্রেমিকার রাগ ভাঙানোর উপায়

হোসাইন নূর

Published : ০২:৩৫, ৬ নভেম্বর ২০২৪

প্রেমের সম্পর্কে অথবা দাম্পত্য জীবনে রাগ ও অভিমান থাকা খুবই স্বাভাবিক বিষয়। এই রাগ ও অভিমান একে অন্যের প্রতি ভালোবাসাকে আরও গভীর করে। দাম্পত্যজীবন বা সম্পর্কের শুরুতে নতুনের মোড়কে জড়ানো থাকে। একসঙ্গে চলতে চলতে টুকটাক তর্কবিতর্ক, মতান্তর, ঝগড়ার কারণে সম্পর্কের রসায়নে আর সেই চাকচিক্য থাকে না বলে অধিকাংশরাই মনে করেন। দুজন মানুষের নিজস্ব মত, চিন্তাভাবনা ও জীবনযাপনের পন্থাই দীর্ঘ দাম্পত্যে নানা দূরত্ব তৈরি হয় বলেও মনে করেন মনোবিদরা।

তাই স্ত্রী বা প্রেমিকা যেই রাগ বা অভিমান করুন না কেন? একে অপরের রাগ ভাঙাতে হবে। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় দুজনের রাগই মাত্রা ছাড়িয়ে যায়। এসব ক্ষেত্রে সম্পর্কে সুতোয় টান পড়ে। মনে রাখবেন, রাগ ভাঙানোর দায়িত্বটা ছেলেদের পক্ষ থেকেই হওয়াটাই সম্পর্ককে সবচেয়ে সুন্দর ও দৃঢ় করে।

চলুন জেনে নেই স্ত্রী বা প্রেমিকার রাগ ভাঙানোর উপায়-

১) কথা শুনুন ও সান্ত্বনা দিন:

রাগের সময় মেয়েদের পাশে থাকা এবং তাদের মন্তব্য শুনা খুবই গুরুত্বপূর্ণ। আগে তাদের কথা শুনুন এরপর তাকে সান্ত্বনা দিন। সে চাইলে পরামর্শ দিন ও সহযোগিতা করুন।

২) সমঝোতা করুন:

উভয়ের মধ্যে সমঝোতা এবং একে অপরের দৃষ্টিকোণ সম্পর্কে বুঝতে চেষ্টা করুন। একে অপরকে বুঝতে না পারলে সম্পর্ক টেকানো কঠিন হয়ে পড়ে। যদি প্রেমিকাকে বুঝতে না পারেন তবে তার সহযোগিতা নিন। তবুও ছেড়ে যাবেন না। মনে রাখবেন, মেয়েরা সুন্দর করে বুঝাতে পারে।

৩) আদরকে গুরুত্ব দিন:

মেয়েদের প্রতি আদরের অনুভূতি প্রকাশ করা এবং তাদের মূল্যায়ন করা খুবই প্রয়োজন। কেননা, সমাজের অধিকাংশ লোকই মেয়েদের বুঝতে চায় না। তাই আদরের অনুভূতি প্রকাশের চেষ্টা করুন।

৪) সম্পর্কের দৃষ্টিকোণ:

সমস্যার সমাধানের জন্য মেয়েদের দৃষ্টিকোণ প্রয়োজন। যদি গ্যাপ থাকে তবে সুন্দর করে গুছিয়ে আপনার দৃষ্টিকোন বুঝিয়ে বলুন। সমস্যার সমাধান হয়ে যাবে।

৬) সুন্দর মন্তব্য:

প্রেমিকা বা স্ত্রীর অভিযোগ বা রাগের সময় মন্তব্য করার পরিবর্তে প্রেমপূর্ণ এবং সান্ত্বনামূলক মন্তব্য করা ভালো।

৮) সময়ের অপেক্ষা করুন:

রাগের সময় একে অপরের উপর প্রভাব ফেলতে পারে এমন কোন কথা না বলা এবং একে অপরের আগে আগ্রহ দেখানো উচিৎ নয়। প্রয়োজনে তার রাগ ঝাড়তে ও কমতে দিন। সব ঠিক হয়ে যাবে।

৯) প্রেম ও সহবাস:

পরিবেশ পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রেমে ও সহবাসের মাধ্যমে প্রেমিকা বা স্ত্রীর রাগ ভাঙানো সহজ হতে পারে।

১০) সম্মান ঠিক রাখা:

যতই রাগান্বিত থাকুন না কেন নম্রভাবে কথা বলুন। যদিও কোনো কারণে স্লিপ অব টাং হয়ে যায় সঙ্গে সঙ্গে সরি বলুন অথবা পরিবেশের আলোকে ক্ষমা চেয়ে নিন। মনে রাখবেন, প্রিয় মানুষের কাছে ক্ষমা চেয়ে কেউ ছোট হয় না।

১১) মনোযোগী হোন:

স্ত্রী বা প্রেমিকার প্রতি মনোযোগী হোন। তার দুঃখ, অভিমান, রাগ শুনুন এবং উপস্থিত থাকুন। তার প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করুন।

১৩)  মিষ্টি কথা বলুন:

রাগ ভাঙ্গানোর জন্য মিষ্টি কথা বলুন এবং হাসিখুশি ছড়িয়ে দিন। রাগের মাথায় সে যত কঠিন কথাই বলুক তবুও মিষ্টি কথায় উত্তরদিন। রাগ ও অভিমান কমে গেলে সে কটু কথা বলবেনা।

১৪) সমস্যার সমাধান:

যেকোনো সমস্যা সমাধানের জন্য একসঙ্গে কাজ করুন। পরিবেশ ও পরিস্থিতিকে মোকাবেলা করুন। জীবন সুন্দর হবে, সুখ পাবেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement