যুক্তরাষ্ট্র থেকে ৯৩৬ কোটি টাকায় দুটি জাহাজ কিনছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে ৯৩৬ কোটি টাকায় দুটি জাহাজ কিনছে বাংলাদেশ

The Business Daily Desk

Published : ১৭:৪৫, ১২ আগস্ট ২০২৫

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হচ্ছে আরও দুটি নতুন বাল্ক ক্যারিয়ার জাহাজ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৬ কোটি টাকা, যা বৈদেশিক মুদ্রায় ৭ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

বৈঠক সূত্রে জানা গেছে, দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। যাচাই-বাছাই শেষে দুটি প্রস্তাব কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য বিবেচিত হয়। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায় হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি।

জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। এতে দেশের বাণিজ্যিক নৌবহরের সক্ষমতা ও আন্তর্জাতিক পণ্য পরিবহনে অংশগ্রহণ আরও জোরদার হবে বলে মনে করছে সংশ্লিষ্ট দপ্তর।

বৈঠকে আরও অনুমোদন দেওয়া হয় বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (দ্বিতীয় সংশোধিত)-এর অধীনে তিনটি প্যাকেজের অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের প্রস্তাব। এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ রুটসহ সংযুক্ত নৌপথ খনন ও টার্মিনাল নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

এ উদ্যোগ বাংলাদেশের নৌপথ উন্নয়ন ও আন্তর্জাতিক নৌ-বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

BD/Z

শেয়ার করুনঃ
Advertisement