হাসিনার আইনি লড়াইয়ে জেড আই পান্নার প্রবেশে বাধা

হাসিনার আইনি লড়াইয়ে জেড আই পান্নার প্রবেশে বাধা

The Business Daily Desk

Published : ১৮:০৬, ১২ আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিতে চেয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না

মঙ্গলবার (১২ আগস্ট) তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদনটি দাখিল করেন। তবে ট্রাইব্যুনাল এই পর্যায়ে এসে আবেদনটি নিয়ে প্রশ্ন তোলে এবং তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জানায়, “ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।” অর্থাৎ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পৌঁছানোর পর নতুনভাবে আসামিপক্ষের পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন সময়োপযোগী নয় বলে মনে করছে আদালত।

উল্লেখ্য, গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত। ট্রাইব্যুনাল ইতোমধ্যে তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে মো. আমির হোসেনকে নিয়োগ দিয়েছে।

এ মামলার অপর আসামি, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন এবং তিনি ইতোমধ্যে রাজসাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রদান করেছেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগিয়ে যাবে এবং পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমেই বিচার পরিচালিত হবে।

BD/Z

শেয়ার করুনঃ
Advertisement