রাকসু ভোটের প্রস্তুতি সম্পন্ন, ব্যালট যাবে সকালে

Published : ১২:০২, ১৫ অক্টোবর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দীর্ঘ ৩৫ বছর পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হবে।
ইতোমধ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
তিনি জানান, রাকসু নির্বাচনের জন্য মোট ১৭টি কেন্দ্রে বুথ নির্মাণের কাজ শেষ হয়েছে। অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন। তবে ভোটের দিন সকালে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে প্রতিটি কেন্দ্রে।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “ভোট শুরু হবে সকাল ৯টায়। সাড়ে ৮টার মধ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স সিলমোহর করে তালাবদ্ধ করা হবে। গণমাধ্যমকর্মী ও প্রার্থীদের উপস্থিতিতেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে।”
তিনি আরও জানান, “ভোটের ফলাফল দ্রুত ঘোষণা করতে প্রতিটি ব্যালট বাক্সে স্ক্যানিং মেশিন থাকবে। আমরা আশা করছি, ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।”
রাকসু নির্বাচনে এবার ২৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ১৮ জন, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ১৩ জন এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিতসহ মোট ১১টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন প্রার্থী। অন্যদিকে ১৭টি হলে হল সংসদের ১৫টি পদের বিপরীতে মোট ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।
প্রসঙ্গত, রাবিতে সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯ সালে। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বিডি/এএন