রাজনৈতিক অবস্থান থেকে সরে গেছেন মাশরাফি: আসিফ মাহমুদ

রাজনৈতিক অবস্থান থেকে সরে গেছেন মাশরাফি: আসিফ মাহমুদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৯, ১৫ অক্টোবর ২০২৫

৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলটির অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন বা বিদেশে আশ্রয় নিয়েছেন।

সেই স্রোতে দেখা যায়নি দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগ দলীয় হুইপ ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও। তিনি দেশে থাকলেও দীর্ঘদিন ধরেই জনসম্মুখে অনুপস্থিত।

তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, তার ধারণা—মাশরাফি এখন আর সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন,

“আমার জানা মতে, মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন। ফেসবুকে উনি বিষয়টা পরিষ্কারও করেছিলেন বলে মনে পড়ে।”

সেই সাক্ষাৎকারে সাকিব আল হাসান প্রসঙ্গেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “সাকিবকে এখন দেশে খেলতে দেওয়ার মতো কোনো সুযোগ নেই। কারণ, তিনি এখনো শেখ হাসিনাকে প্রকাশ্যে সমর্থন করে যাচ্ছেন। তাছাড়া সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং পরিবারের বিরুদ্ধে হত্যামামলার অভিযোগও আছে। এসব বিষয় আমরা সৃষ্টি করিনি—তার নিজের কার্যকলাপের কারণেই আলোচনায় এসেছে।”

তবে মাশরাফিকে নিয়ে আসিফ মাহমুদের বক্তব্য যাচাই করে দেখা গেছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি রাজনীতি থেকে সরে যাওয়ার কোনো ঘোষণা দেননি।

কিন্তু গত বছরের আগস্টে এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেছিলেন, “যখন রাজনীতিতে ছিলাম, তখন ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়ার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, তাই যদি বোর্ডে আসতে চাই, সেটা কি ঠিক হবে?”

এই বক্তব্য থেকেই বোঝা যায়, রাজনীতি এখন মাশরাফির অতীত অধ্যায়। গত এক বছরে তার ফেসবুক পেজে দেওয়া ১৪টি পোস্টের কোনোটিতেই আওয়ামী লীগ বা রাজনৈতিক কর্মকাণ্ডের উল্লেখ নেই। অন্যদিকে, সাকিব আল হাসান একাধিকবার শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছেন এবং বিভিন্ন বাণিজ্যিক প্রচারণা নিয়ে সমালোচিত হয়েছেন।

তবে মাশরাফি যদি কোনো অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তার ভাষায়,

“যদি তিনি রাষ্ট্রীয় আইনে কোনো অপরাধে জড়ান, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুধু পার্থক্য এই যে, উনি এখন অবসর নিয়েছেন এবং খেলার সঙ্গে সরাসরি যুক্ত নন—তাই তাকে নিয়ে তেমন আলোচনা হচ্ছে না।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement