রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে: আইন উপদেষ্টা

Published : ১৫:৫৬, ১৫ অক্টোবর ২০২৫
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, যে রাজনৈতিক দলগুলো নিষ্ঠার সঙ্গে জুলাই সনদের আলোচনায় অংশগ্রহণ করেছেন, তারা শেষ পর্যন্ত সেই সনদে স্বাক্ষর করবেন বলে তার ধারণা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি নিশ্চিত না তারা কী সিদ্ধান্ত নেবেন, তবে তাদের অংশগ্রহণের ধারাবাহিকতা বিবেচনা করলে তারা সনদে স্বাক্ষর করবেন।” তিনি আরও উল্লেখ করেন, মূল মতবিরোধটি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, কিন্তু তিনি বিশ্বাস করেন, শেষ পর্যন্ত সব দল সাইন করবেন।
ড. আসিফ নজরুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, “যখনই কোনো অন্তর্বর্তীকালীন সরকার থাকে, তখন নির্বাচন সংক্রান্ত শঙ্কা স্বাভাবিক। আমাদের সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। দ্বিতীয় কোনো বিকল্প পরিকল্পনা আমাদের আলোচনার বিষয় নয়।”
সংক্ষেপে, তিনি রাজনৈতিক দলগুলোর নিষ্ঠা ও নির্বাচনের সময়সূচি নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন, যেখানে সকল দল যৌথভাবে সনদে স্বাক্ষর করবে এবং নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
বিডি/এএন