২,২৫৩ শব্দের নাম নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন লরেন্স, নড়ল দেশের আইনও

২,২৫৩ শব্দের নাম নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন লরেন্স, নড়ল দেশের আইনও ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৩, ১৫ অক্টোবর ২০২৫

নিউজিল্যান্ডের নাগরিক লরেন্স ওয়াটকিনস তার নাম দিয়েই এমন এক বিশ্বরেকর্ড গড়েছেন, যা শুনলে বিশ্বাস করা কঠিন।

তার পূর্ণ নামটির শব্দসংখ্যা ২ হাজার ২৫৩টি—উচ্চারণ করতে সময় লাগে প্রায় ২০ মিনিট! এই অদ্ভুত ও দীর্ঘ নামের কারণেই তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন “বিশ্বের সবচেয়ে দীর্ঘ ব্যক্তিগত নামধারী” হিসেবে।

তবে এই স্বীকৃতি পাওয়া তার জন্য মোটেও সহজ ছিল না—নিজের নাম আইনি স্বীকৃতি পেতে তাকে আদালত পর্যন্ত ছুটতে হয়েছে, এমনকি শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নামবিষয়ক আইনই পরিবর্তিত হয়েছে তার কারণে।
সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ময়কর ঘটনার গল্প।

১৯৬৫ সালে জন্ম নেওয়া লরেন্স গ্রেগরি ওয়াটকিনস ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন গিনেস বুকে নিজের নাম লেখানোর। কিন্তু যেহেতু তার তেমন কোনো বিশেষ প্রতিভা ছিল না, তাই তিনি ভেবেছিলেন—নিজের নামকেই এমনভাবে অনন্য করে তুলবেন যাতে রেকর্ড বইতে স্থান পাওয়া যায়। সেই ভাবনা থেকেই ১৯৯০ সালে তিনি নিজের মূল নামের সঙ্গে আরও ২ হাজার ২৫০টি নাম যুক্ত করার আবেদন করেন।

অকল্যান্ড জেলা আদালত প্রথমে তার এই আবেদন মঞ্জুর করলেও, রেজিস্ট্রার জেনারেল তা নাকচ করে দেন। এখান থেকেই শুরু হয় লরেন্সের আইনি লড়াই। পরে তিনি হাই কোর্টে মামলা করেন এবং আদালত তার পক্ষেই রায় দেয়। আদালতের সিদ্ধান্তে বলা হয়—সরকারের তার নাম পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যান করার কোনো বৈধ কারণ ছিল না।

এই রায়ের পর নিউজিল্যান্ড সরকার বাধ্য হয় তাদের নাম পরিবর্তন সংক্রান্ত আইন সংশোধন করতে। নতুন আইনে নির্ধারণ করা হয়—কোনো নাগরিকের নাম ৭০ অক্ষরের বেশি হতে পারবে না এবং সেখানে কোনো অফিসিয়াল পদবি, সংখ্যা বা বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না।

লরেন্স হাস্যরসের ভঙ্গিতে সিএনএনকে বলেন, “আমি যদি আবার নাম পাল্টাতে যাই, তবে নতুন আইনের কারণে আমার নামের ৯৮ শতাংশই বাদ দিতে হবে, আর তাতেই হারাব আমার আজীবনের পরিশ্রমে পাওয়া গিনেস রেকর্ড!”

এই আইনি লড়াই এবং পরবর্তী আইন পরিবর্তনের ফলেই তার বিশ্বরেকর্ড এখন নিউজিল্যান্ডে স্থায়ীভাবে সুরক্ষিত। তবে দৈনন্দিন জীবনে তিনি তার বিশাল নামের সংক্ষিপ্ত সংস্করণ ব্যবহার করেন—‘লরেন্স আলোন আলোয় ওয়াটকিনস’।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement