প্রধান উপদেষ্টা ডেকেছেন জরুরি বৈঠক

Published : ১৮:৫৮, ১৫ অক্টোবর ২০২৫
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর সংক্রান্ত বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতা থাকায় এই পরিস্থিতি দেখা দিয়েছে।
এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা ও কমিশনের একটি সূত্র।
এর আগে, কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যিনি এই কমিশনের প্রধান।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, সন্ধ্যায় রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক অনুষ্ঠিত হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রতিটি দলকে দুজন করে প্রতিনিধি নাম বিকেল ৪টার মধ্যে কমিশনের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। শুধুমাত্র নির্ধারিত সময়ে প্রেরিত প্রতিনিধিরাই বৈঠকে অংশ নিতে পারবেন।
এই বৈঠকের লক্ষ্য হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ সুগম করা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান মতপার্থক্য মেটানো।
বিডি/এএন