ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন: মুহাম্মদ ইউনূস

ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন: মুহাম্মদ ইউনূস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০৫, ১৫ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার (১৫ অক্টোবর) পুনরায় স্পষ্ট করে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

তিনি এ কথাটি রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বলেন, যেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং রাজনৈতিক প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ঠিক নির্ধারিত সময়ে, অর্থাৎ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং তা হবে এক উৎসবমুখর পরিবেশে। নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতির জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা যথাসাধ্যভাবে নিশ্চিত করব। তিনি আরও বলেন, নির্বাচনের মান ও প্রক্রিয়ার সঙ্গে কোনো ধরনের ছাড় বা কম্প্রোমাইজ করা হবে না।

সভায় অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “আপনাদের দীর্ঘদিনের আন্তরিক আলোচনা ও অংশগ্রহণের ফলস্বরূপই জুলাই সনদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অনেক চিন্তাভাবনা ও মতামতের মাধ্যমে এই সনদে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা ভবিষ্যতের ইতিহাসে একটি বিশেষ স্থান পাবে। প্রক্রিয়ার চলাকালে হয়তো এ মুহূর্তে তার পুরো গুরুত্ব অনুধাবন করা সহজ নাও হতে পারে।”

বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ আরও অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement